Sun. Sep 15th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

সাবেক সেনা কর্মকর্তাদের ফিরিয়ে দিলো পুলিশ

1 min read

images_69896খালেদা জিয়ার জন্যে খাবার নিয়ে আসা সাবেক ১২ সেনা কর্মকর্তাকে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টা ২০ মিনিটে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের দুইশ গজ সামনে থেকে তাদের ফিরিয়ে দেয় পুলিশ।

মেজর (অব.) ইফতেখার নেতৃত্বে সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে স্কোয়াড্রন লিডার (অব.) জামিল, কমান্ডার (অব.) রেজা, মেজর (অব.) ওহিদুন নবী ও
নৌবাহিনীর কমান্ডার (অব.) সাইফুল পাইকারের নাম জানা গেছে।

পরে মেজর (অব.) ওহিদুন নবী সাংবাদিকদের বলেন, সেনাবাহিনীর সাবেক প্রধানের স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী না খেয়ে আছেন শুনে আমরা ব্যথিত হয়ে খাবার নিয়ে এসেছিলাম। কিন্তু পুলিশ আমাদের  বাধা দেয়। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু ঢুকতে দেওয়া হয়নি।

পরে আমরা খাবার খালেদা জিয়ার কার্যালয়ে পৌঁছে দেওয়ার অনুরোধ করলেও তা রক্ষা করেনি পুলিশ।

তিনি বলেন, মহান ২১ ফেব্রুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রীর খাবার বন্ধ রাখা, এ ধরনের কাজ মানবাধিকারের লঙ্ঘন। ‌আমরা এর নিন্দা জানাই।

তিনি আরো বলেন, আমরা এখানে কোনো রাজননৈতিক  উদ্দেশ্য নিয়ে আসেনি। আমাদের উদ্দেশ্য ছিল সাবেক সেনাপ্রধানের স্ত্রী কেমন আছেন তা দেখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *