Sun. May 5th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

নবগঙ্গা নদী এখন কৃষকের ধানের ক্ষেত

1 min read

নবগঙ্গা নদী এখন কৃষকের ধানের ক্ষেত

নবগঙ্গা নদী এখন কৃষকের ধানের ক্ষেত
নবগঙ্গা নদী এখন কৃষকের ধানের ক্ষেত

ঝিনাইদহের  ঐতিহাসিক নবগঙ্গা নদীটি ঝিনাইদহ জেলার বুক চিরে অতিবাহিত হয়েছে । বহুঘটনার সাক্ষী হয়ে বয়ে চলা নদী আজ তার রুপ যৌবন আর জৌলশ হারিয়ে এখন কৃষকের ধানের ক্ষেতে পরিনিত হলেও এই ঐতিহাসিক নবগঙ্গা নদীটি পূর্নখনন কিংবা সংরক্ষনের কোন উদ্যগ সংশ্লিষ্ট কতৃপক্ষর নেই। ।

সরকার প্রতিবছর কতৃপক্ষর মাধ্যেমে নদী খননের বরাদ্ধ দিলেও কি সদ ব্যবহার হয়েছে ? নবগঙ্গ নদীর । এমন প্রশ্ন অভিজ্ঞ মহলের মাঝে দেখা দিয়েছে। গত কাল সরেজমিনে বৈডাঙ্গা ভাতুড়ীয়া এলাকার নবগঙ্গা নদীর মাঝে ঘুরে দেখা গেছে শুধুই ধান ক্ষত আর ধান ক্ষত। সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন এই প্রতিবেদকের মাধ্যেমে নদীটি পৃর্নখননের দাবি করলেন কতৃপক্ষর কাছে । জানান নদী গুলো তার লব্যতা হারিয়েছে এবং নদী যাগা বিষেশ দখল হয়ে আছে সেই জাগা দখল মুক্ত করে নদী খনন করলে নদীর তার পুরুনো যৌবন ফিরে পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *