Tue. Apr 30th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

প্রশাসনের নির্দেশে শৈলকুপার জুয়া-যাত্রার আয়োজন স্থগিত, তবে বন্ধ হয়নি

1 min read
প্রশাসনের নির্দেশে শৈলকুপার জুয়া-যাত্রার আয়োজন স্থগিত, তবে বন্ধ হয়নি

প্রশাসনের নির্দেশে শৈলকুপার জুয়া-যাত্রার আয়োজন স্থগিত, তবে বন্ধ হয়নি

প্রশাসনের নির্দেশে শৈলকুপার জুয়া-যাত্রার আয়োজন স্থগিত, তবে বন্ধ হয়নি
প্রশাসনের নির্দেশে শৈলকুপার জুয়া-যাত্রার আয়োজন স্থগিত, তবে বন্ধ হয়নি

অবশেষে প্রশাসনের নির্দেশে শৈলকুপার রতিডাঙ্গা গ্রামের জুয়া-যাত্রার সকল আয়োজন স্থগিত করা হয়েছে । শৈলকুপা থানার পুলিশ এমন তথ্য জানিয়েছেন। শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এসআই ইকবাল হোসেন জানান, যাত্রা’র সমস্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। এতে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করলেও সম্পূর্ণ বন্ধের নির্দেশ বা উঠিয়ে দেয়া হয়নি। সেখানে যাত্রাদলের ১১টি মেয়ে অবস্থান করছে। তাদের নিরাপত্তা বা কোন সামাজিক বিশৃঙ্খলা ঘটলে তার দায়ভার কার দেখা দিয়েছে সে প্রশ্ন ।

চুর্তুরদিক ঘিরে বিশাল যাত্রা প্যান্ডেল থাকায় সেখানে প্রতিদিন ইয়াবা সহ মাদকের আসর বসছে বলে অভিযোগ উঠেছে। উঠতি বয়সের তরুনেরা ঝুকছে এসব মাদক ও অশ্লীলতায়। গত প্রায় ১ মাস ধরে প্রত্যন্ত পল্লী ও সন্ত্রাসকবলিত এলাকা রতিডাঙ্গায় অবস্থান করছে যাত্রাদলটি, অনুমতি না থাকলেও কিভাবে তারা রয়েছে এতদিন, কাদের সহযোগীতায় এমন প্রশ্নও দেখা দিয়েছে । স্থগিত অবস্থায় আবারো তদবির চালিয়ে মেলার নামে এই যাত্রাপালা-জুয়া চালানো হতে পারে বলে গ্রামবাসী বলছে। এমন জুয়া-যাত্রায় ক্ষুন্ন হতে পারে স্থানীয় জনপ্রতিনিধিদের ভাবমূর্তি ।

অনুমোদন না পাওয়া ও ঝিনাইদহের জঙ্গী,মৌলবাদিদের অব্যহত তৎপরতার মধ্যেও কিভাবে এসব আনা হলো । এদিকে যাত্রা এালাকা, শেখপাড়া অঞ্চলে (যেটি ইবি’র শিবির অধ্যুষিত এলাকা) বিভিন্ন সময়ে অপরিচিত লোকের সংখ্যা বাড়ছে বাসা-মেস ও ভাড়াটিয়াদের বাড়িতে। ফলে একদিকে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে অন্যদিকে চরমপন্থীদের দৌরাত্ম বেড়ে যেতে পারে ঐ অঞ্চলে । ফলে দ্রুত বন্ধের নির্দেশ দিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি করছে স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *