Sat. Apr 20th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

শৈলকুপায় ঐতিহ্যবাহী স্কুলে ঐতিহাসিক নির্বাচন সম্পন্ন

1 min read
শৈলকুপায় ঐতিহ্যবাহী স্কুলে ঐতিহাসিক নির্বাচন সম্পন্ন

শৈলকুপায় ঐতিহ্যবাহী স্কুলে ঐতিহাসিক নির্বাচন সম্পন্ন

শৈলকুপায় ঐতিহ্যবাহী স্কুলে ঐতিহাসিক নির্বাচন সম্পন্ন
শৈলকুপায় ঐতিহ্যবাহী স্কুলে ঐতিহাসিক নির্বাচন সম্পন্ন

ঝিনাইদহের শৈলকুপার ১১ নং আবাইপুর ইউনিয়নের শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী আবাইপুর রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচন ঐতিহাসিক ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মুক্তার আহমেদ মৃধা সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছেন।
জানা যায়, দীর্ঘদিনের পুরাতন ও ঐতিহ্যবাহী আবাইপুর রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচন উপলক্ষে সোমবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনের শ্রেণী কক্ষে একটানা ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ভোটগ্রহন চলাকালে কেন্দ্রে পুলিশ, আনছার ভিডিপি ও গ্রাম পুলিশসহ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োজিত থাকতে দেখা যায়। ভোট কেন্দ্রে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী রওশন ইসলাম, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এম,এ হাশেম খান, তদন্ত ওসি শাহাজাহান সিরাজ, ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমজাদ মোল্যা ও সাবেক চেয়ারম্যান মোক্তার আহমেদ মৃধা। সেই সাথে লক্ষ করা যায় সাংবাদিকদের মিলন মেলা।

শৈলকুপায় ঐতিহ্যবাহী স্কুলে ঐতিহাসিক নির্বাচন সম্পন্ন
শৈলকুপায় ঐতিহ্যবাহী স্কুলে ঐতিহাসিক নির্বাচন সম্পন্ন

ভোটার সংখ্যা ছিলো মাত্র ৩৬১জন, কিন্তু নির্বাচনী এলাকার আশপাশ দিয়ে হাজারো উত্সুক জনতার ভিড় জমে থাকতে দেখা যায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে প্রশাসনের কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা ছিলো পুরো নির্বাচনী এলাকা। বড় ধরনের সংঘর্ষের আশংকা থাকলেও কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন। তবে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমজাদ মোল্যা সমর্থিত প্যানেল পরাজিত হলেও প্রশাসনের কঠোর ভূমিকার কারনে তেমন কোন প্রভাব পড়েনি এলাকায়। সামান্য স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে এত আয়োজনের কারনে অনেকেই মন্তব্য করছেন এই নির্বাচনটি ঐতিহাসিক।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৩৬১ জন। অনুপস্থিত ভোটারের সংখ্যা ছিলো ৪৪ জন। ৩১৭ জন ভোটার উপস্থিত থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নষ্ট ভোটের সংখ্যা ৪৭টি।
মোক্তার আহমেদ মৃধা প্যানেলে ১৫৬ ভোট পেয়ে ১ম হন শরিফুল ইসলাম, ১৫৫ ভোট পেয়ে ২য় হন বাকু শেখ, ১৫২ ভোট পেয়ে ৩য় হন হাবিবুর রহমান ও ১৫২ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন নজরুল মিয়া। এছাড়া মহিলা সদস্য পদে ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন হালিমা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *