সিলিন্ডার বিস্ফোরণে ৬ দোকান ভস্মীভূত
সিলিন্ডার বিস্ফোরণে ৬ দোকান ভস্মীভূত

ঝিনাইদহ শহরে ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডে মার্কেটের ৪টি ফার্নিচার ঘর ও দুটি অন্য দোকান পুড়ে গেছে। আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন ব্যবসায়ীরা।
রোববার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঝিনাইদহ ও কালীগঞ্জ উপজেলার ২টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সাব্বির হোসেন নামের এক ব্যক্তি জানান, একটি চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। পরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঝিনাইদহ ও কালীগঞ্জ উপজেলার ২টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটের আশপাশে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়।
প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। তবে সঠিক সময়ে পৌঁছতে না পারলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা ছিল।