নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন পালিত
1 min read
নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন পালিত
ঝিনাইদহের নির্যাতিতদের সমর্থনে ঝিনাইদহের আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে মানববন্ধন পালিত হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক মাবাধিকার সংস্থা অধিকারের আয়োজনে ঝিনাইদহ শহরের বাঘা যতিন সড়কে এই মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে মাবাধিকার সংস্থা অধিকার এর ঘোষণাপত্র পাঠ করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ঝিনাইদহ ইনচার্জ আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা রেড ক্রিসেন্টের সহ-সাধারন সম্পাদক মেজবারুল করিম মাজিদ, রক্তদান সংগঠন বাধন এর সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কথন সাংস্কৃতিক সংসদের সাধারন সম্পাদক উম্মে সায়মা জয়া, প্রতিভাস ফাউউেন্ডেশনের চেয়ারম্যান সাকিব মোহাম্মদ আল হাসানসহ জেলার বিভিন্ন পেশাজীবি ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে “নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন বাস্তবায়ন কর”, “নির্যাতন বন্ধ কর” শ্লোগান সম্বলিত ব্যানার এবং প্লাকার্ড প্রদর্শন করা হয়।