Tue. Apr 30th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

লন্ডন থেকে পরিস্থিতি মনিটর করছেন প্রধানমন্ত্রী

1 min read

ঝিনাইদহ নিউজ ডেস্ক: লন্ডন থেকে ঘূর্ণিঝড় ‘ফণি’র পরিস্থিতি সার্বক্ষণিকভাবে মনিটর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ‘ফণি’ আঘাত হানলে জানমালের ক্ষয়ক্ষতি কমানোর জন্য সব বিভাগকে সব ধরনের পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী ব্রিটেনের রাজধানী থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থেকে উদ্ভূত পরিস্থিতি সার্বক্ষণিকভাবে মনিটর করছেন।

এদিকে আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড় ‘ফণি’ এখন বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

বুলেটিনে বলা হয়, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বুলেটিনে আরো বলা হয়, অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকার ওপর দিয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে। বাসস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *