Wed. Oct 9th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

হরিণাকুন্ডুতে এক যুবককে গলা কেটে হত্যা

1 min read

ঝিনাইদহ নিউজ ডেস্ক: ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে নুর ইসলাম নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। উপজেলার দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর গ্রামের বেলের দাড়ীর মাঠের জালালের পান বোরজ থেকে বৃহস্পতিবার সন্ধার দিকে এই যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নূর ইসলাম দখলপুর গ্রামের আকবর আলীর ছেলে ও চা দোকানী বলে জানায় পুলিশ।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিহত নূর ইসলাম বাড়ী থেকে বের হয়। দুপুরে তার সাথে পরিবারের লোকজনের মোবাইল ফোনে কথা হয় বলেও তারা জানান। ঘটনাস্থলের পাশেই নিহতের পান বোরজ রয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

হরিণাকু-ু থানার ওসি আসাদুজ্জামান জানান, নিহত ব্যক্তি উপজেলার দখলপুর বাজারে চা দোকানী হিসাবে ব্যবসা করত। বৃহস্পতিবার সন্ধায় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। দ্রুত এ ঘটনায় জড়িত দূর্বৃত্তদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *